যারা ঘুরতে যেতে ভালবাসেন, তাদের মনটা সবসময়ই নানা রকম ভ্রমণ স্থলের খোঁজে থাকে। কিন্তু ব্যস্ততার এই জীবনে ঘুরতে যাবার জন্য সময় বের করাই মুশকিল। কিন্তু আর চিন্তা নেই।
হাতে মাত্র একদিন সময় থাকলেই ঘুরে আসতে পারবেন বাংলার এই জায়গা (Oneday Trip Destination) থেকে। জঙ্গল ও পাহাড়ের অপূর্ব সংমিশ্রণ আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
কারো পাহাড় পছন্দ, তো কারো সমুদ্র। আবার কারো জঙ্গল। আবার অনেকে আছেন তাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সবকিছুই পছন্দ। ভারতের এই ভ্রমণ প্রিয় মানুষগুলির জন্য বাংলার এই নির্দিষ্ট জায়গাটি এক্কেবারে উপযুক্ত। বাংলার আরাকু ভ্যালি বললে প্রথমেই মনে আসে ভাইজ্যাকের নাম। কিন্তু ভাইজ্যাক যাওয়া-আসা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তার উপর খরচেরও বিষয় রয়েছে। তাই যারা একদিনের জন্য ঘুরতে (Oneday Trip Destination) যেতে চাইছেন, তাদের জন্য কলকাতার খুব কাছে আরেক আরাকা ভ্যালির খোঁজ রইলো আজকের প্রতিবেদনে।
একটি মনোমুগ্ধকর পাহাড়ি এলাকা। নাম তার বিহারীনাথ। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত বাঁকুড়া জেলায় অবস্থিত এই পাহাড়। এই পাহাড়টিকে পশ্চিমঘাট পর্বতমালার অংশ হিসেবেই চিহ্নিত করা হয়। পাহাড় মানে বিষয়টা বড্ড রুক্ষ, শুষ্ক তাই না? কিন্তু এই পাহাড়ের পাশে বয়ে গেছে দামোদর নদ। আর বর্ষায় দামোদর নদ ফুলেফেঁপে ওঠে। সবুজে ভরে যায় এই পাহাড়ি এলাকা। পাহাড়ের ঠিক নিচেই রয়েছে একটি শিব মন্দির। শোনা যায় এক রাজা নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মন্দির তৈরি করার। কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্ব খুব বেশি নয়। একদিনের মধ্যেই ঘুরে (Oneday Trip Destination) আসা সম্ভব। তাই স্বল্প সময়ে ভ্রমণের মজা নিতে চাইলে অবশ্যই চলে যেতে পারেন বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে।
পাহাড়ের নিচে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরটির নামই বিহারীনাথের মন্দির। তার নাম অনুসারেই ওই পাহাড়টির নামকরণ করা হয়েছে বিহারীনাথ। বাঁকুড়া এলাকায় যতগুলি পাহাড় রয়েছে তার মধ্যে সবথেকে উঁচু পাহাড় হল বিহারীনাথ পাহাড়। যার উচ্চতা ১৮৫০ ফুট। শান্ত এবং নিরিবিলি পরিবেশ বিরাজ করে পাহাড়টিকে ঘিরে। একেবারে ঘরোয়া পরিবেশে থাকার সুযোগ পাবেন এখানে। নিত্য পূজা হয় বিহারীনাথের মন্দিরে। স্থানীয়রা প্রতিদিন এই মন্দিরে এসে পূজো দেয়। শিবরাত্রির দিন অনেক বড় মেলাও বসে এই মন্দির ঘিরে। আপনি যদি নিশ্চিন্তে, নিরিবিলিতে, শান্ত পরিবেশে একটা দিন কাটিয়ে দিতে চান তাহলে এই ভ্রমন স্থলটি (Oneday Trip Destination) আপনার জন্য উপযুক্ত।
শুধু পাহাড়, নদী বা মন্দির নয়, আপনাকে মুগ্ধ করবে পাহাড়ের আশপাশের গ্রাম্য পরিবেশও। বিহারীনাথ যাওয়ার পথে একটি গ্রাম পড়বে যার নাম পাহাড়বেরা। এই গ্রামের প্রত্যেকটা বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানা রকম আলপনার মধ্যে দিয়ে। গ্রামের শিল্পীরা নিজেরাই নিজেদের এবং এলাকার অন্যান্য বাড়িগুলিকে নানা রকম ছবির মধ্যে দিয়ে সাজিয়ে তুলেছেন। বিহারীনাথ পাহাড়ে আসা খুবই সোজা। আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে আসানসোল লাইনের মধুকোণ্ডা স্টেশনে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন বিহারীনাথ পাহাড়। অথবা আপনি চাইলে কলকাতা থেকে সরাসরি গাড়ি ভাড়া করেও এখানে আসতে পারেন। বিহারীনাথ পাহাড়ের শোভা উপভোগ করার জন্য বর্ষাকাল এক্কেবারে উপযুক্ত। আপনি যদি একদিনের ছুটি কাটানোর জন্য কোন নিরিবিলি মনোমুগ্ধকর জায়গার খোঁজে থেকে থাকেন, তাহলে আর দেরি না করে বাঁকুড়ার এই এলাকাটি অবশ্যই ঘুরে যান। বর্ষায় একদিনের ছুটি কাটানোর সেরা ঠিকানা (Oneday Trip Destination) বাঁকুড়ার বিহারিনাথ পাহাড়।