আরজি কর আন্দোলন সারা বিশ্ব উত্তাল। পশ্চিমবঙ্গ পেরিয়ে ভারত, ভারত ছাড়িয়ে ভসুদূর ক্যালিফোর্নিয়াও দাবি জানিয়েছেন নির্যাতিতা তরুণীর মৃত্যুর বিচারের। এর মধ্যেই ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। শুক্রবার এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরেই মাঠে নেমেছে বিজেপি।

বিজেপির অভিযোগ, ওই চিকিৎসকেরা আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিশোধ নিলেন।

বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আজ যদি হিটলার, স্তালিন, ইন্দিরা গান্ধি, কিম জং উলের মতো স্বৈরাচারীরা থাকতেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিতেন। যে চিকিৎসকেরা আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালে মহিলাদের নিরাপত্তার দাবি তুলেছিলেন, তাঁদেরকেই বদলি করে দেওয়া হল।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here