আমরা সকলেই কাজ করি কারণ অর্থ সঞ্চয়ের উপার্জনের জন্য। কিন্তু অনেক সময়ে দেখা গিয়েছে আমরা আয় করছি কিন্তু সেই টাকা ধরে রাখতে পারছি না। আজকাল অপ্রয়োজনীয় খরচ হয়ে সেই টাকা চলে যাচ্ছে। অনেকেই অর্থ আসা এবং যাওয়ার সমতা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেন না। তাহলে সমস্যা কোথায়, কী করবেন কিছুই বুঝতে পারছেন না?
তবে সেই সমস্যারও সমাধান রয়েছে। শাস্ত্রমতে, সংখ্যাতত্ব অনুযায়ী জন্মতারিখের সঙ্গে কোনও না কোনও গ্রহের সম্পর্ক থাকে। তাই জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট গ্রহ সক্রিয় করতে এই কাজ করুন।
সমাধান
জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮ হলে টাকা রাখার স্থানে তামার পয়সা বা ছোট তামার টুকরো বা তামার তার রাখুন।
জন্মতারিখ ৩, ১২, ২১, ৩০ হলে টাকা রাখার স্থানে হলুদের টুকরো বা সামান্য কেশর রাখুন।
জন্মতারিখ ২, ১১, ২০, ২৯ হলে টাকা রাখার স্থানে রূপার পয়সা বা রূপার ছোট টুকরো রাখুন।
জন্মতারিখ ৫, ১৪, ২৩ হলে টাকা রাখার স্থানে সবুজ কাপড়ের টুকরো বা পাঁচটি সবুজ এলাচ রাখুন।
জন্মতারিখ ৪, ১৩, ২২, ৩১ হলে টাকা রাখার স্থানে একটি বিদেশি টাকা রাখুন।
জন্মতারিখ ৮, ১৭,২৬ টাকা রাখার স্থানে নীল কাপড়ের টুকরো বা ছোট লোহার টুকরো বা লোহার ছোট একটি বল রাখুন।
জন্মতারিখ ৯, ১৮, ২৭ টাকা রাখার স্থানে লাল কাপড়ের টুকরো বা সামান্য লাল রং বা কোনও স্বচ্ছ জিনিসের ভিতর সিঁদুর রাখুন।