জনজাতি গৌরব দিবস উপলক্ষে শুক্রবার ঝাড়খণ্ড গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিনটি পালিত হয় আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী হিসাবে। এদিকে আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর এই ছোট্ট সফর ছিল। আর তাতেই ঘটল বিপত্তি।

শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে দু’টি সভা করেন প্রধানমন্ত্রী। তারপরেই বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান ওড়েনি। আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী।

শুক্রবারই দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় কপ্টারে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করতে হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে কংগ্রেস নেতা কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি। গোড্ডা থেকে অন্তত ১৫০ কিলোমিটার দূরে চাকাইতে মোদীর জনসভা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here