ফ্রিজ খুললেই দুর্গন্ধ ভেসে আসা, প্রায় প্রতি বাড়ির সমস্যা। এর সমাধান রয়েছে একেবারে হাতের মুঠোই। তাও আবার একেবারে ঘরোয়া উপায়ে।
ফ্রিজে দুর্গন্ধ হলে, পাতি লেবু টুকরো টুকরো করে কেটে ফ্রিজের প্রতিটি কোণায় রেখে দিন। এছাড়া ঘরে যদি ভিনিগার থাকে তাহলে তা এক কাপ জলের মধ্যে মিশিয়ে কাপসহ ফ্রিজে রাখতে পারেন।
ফ্রিজের গন্ধ দূর করতে গেলে বেকিং সোডা ব্যবহার করতে পারে, সমাধান মিলবে। কফিও এই বিষয়ে খুব বড় মুশকিল আসান, কফি ব্যবহার করলেও ফ্রিজের গন্ধ দূর হবে।
অ্যালুমিনিয়ামের বাটিতে ওটস নিয়ে রাখলেও সমাধান মিলবে। এছাড়া অবশ্যই ফ্রিজ পরিস্কার রাখুন। ফ্রিজের ভিতরের ডিশে জল জমতে দেব্বন না। নিয়মিত পরিষ্কার করুন।