প্রতি বছর পুরীতে যান লক্ষ দক্ষ পুন্যার্থী। জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে দর্শন করে জীবন ধন্য হয় ভক্তের। কিন্তু জানেন কি ১ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে পুরীর মন্দিরে বিগ্রহ দর্শনের নিয়ম।

পুরী মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে পুরী মন্দিরে দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মোট ৬টি লাইন থাকবে পুরীর জগন্নাথ মন্দিরে। এই লাইন মেনেই মন্দিরে ঢুকতে হবে পুণ্যার্থীদের।

এই ৬টি লাইনের মধ্যে একটি লাইন থাকবে মহিলা ও শিশুদের জন্য। একটি লাইন থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য। আরেকটি লাইন হবে প্রবীণ নাগরিকদের জন্য। বাকি তিনটি লাইন হবে পুরুষদের জন্য। মন্দিরের প্রবেশপথ থেকেই এই লাইন তৈরি করা হবে। সেই লাইন মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে। ব্যারিকেড দিয়ে আলাদা করা থাকবে প্রতিটি লাইন। মন্দিরে পুজো সেরে বেরনোর সময়ও এই লাইন মানতে হবে। নাটমন্দিরের একটি উঁচু জায়গা থেকে বিগ্রহ দর্শন করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here