শ্রী সিমেন্টের চেয়ারম্যান বেনু গোপাল বাঙ্গুর ভারতের অন্যতম ধনী ব্যক্তি এবং পশ্চিমবঙ্গের সব থেকে ধনী ব্যক্তি। এই তথ্য অনেকেই হয়তো জানেন্ না।
বেনু গোপাল বাঙ্গুর ১৯৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্ম হয়েছিল এক মাড়োয়ারি পরিবারে। শিক্ষালাভ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শ্রী সিমেন্টের ব্যবসা শুরু করেছিলেন বেনু গোপাল বাঙ্গুরের দাদু মুঙ্গি রাম বাঙ্গুর, যিনি একজন স্টক ব্রোকার ছিলেন।
ফোর্বসের মতে, ২০২৩ সালের ১৭ জুলাই পর্যন্ত বেনু গোপাল বাঙ্গুরের মোট সম্পত্তির পরিমাণ ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মূল্যে প্রায় ৫৭,০০০ কোটি টাকা। বেনু গোপাল বাঙ্গুর ১৯৯০ সাল থেকে শ্রী সিমেন্ট চালাচ্ছেন।
শ্রী সিমেন্ট ১৯৭৯ সালে চালু হয়েছিল। কোম্পানিটি শ্রী আল্ট্রা জং রোধক, বাঙ্গুর সিমেন্ট এবং রকস্ট্রং নামে ব্র্যান্ডেড সিমেন্ট বিক্রি করে।
বর্তমানে সংস্থাটি ভারতে ৪৩.৩ মেট্রিক টন এবং বিদেশে ৪৭.৪ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করতে সক্ষম। এটি শ্রী পাওয়ার (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট) এবং শ্রী মেগা পাওয়ার নামে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রি করে।