হাওড়া থেকে এসপ্ল্যানেড যাতায়াতের যাত্রী এখন প্রচুর। তাঁদের জন্য দুঃসংবাদ। শনিবার থেকেই বদলে যাচ্ছে মেট্রোরেলের সময়সূচি ও সংখ্যা।

মেট্রোরেল সূত্রে খবর,  এখন থেকে গ্রিন লাইন ২ -র  ওয়েস্ট বাউন্ড টানেলে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে ট্রেন পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। শুধু  সপ্তাহের কাজের দিনগুলিতেই এই পরিবর্তন প্রযোজ্য হবে।

গ্রিন লাইন ২-তে ওয়েস্ট বাউন্ড লাইনে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ও বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২০ মিনিট পরপর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।  বাকি সময় ওয়েস্ট বাউন্ড টানেলে ট্রেন চলবে না।

অন্যদিকে গ্রিন লাইন ২-এর ইস্ট বাউন্ড টানেলে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের পরিষেবায় কোনও পরিবর্তন আনা হয়নি। তবে দিনের ব্যস্ততম সময়ে অর্থাৎ পিক আওয়ারে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের মধ্যে ২০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। বাকি সময় এই চ্যানেলে ২৪ মিনিট অন্তর চলবে মেট্রো।

সকাল ৬ টা ৫৫ য় প্রথম মেট্রো ছাড়বে হাওড়া থেকে, যাবে এসপ্ল্যানেড পর্যন্ত। সকাল ৭ টা ১২ মিনিটে প্রথম ট্রেনটি এসপ্ল্যানেড থেকে হাওড়া ফিরবে। ওয়েস্ট বাউন্ড চ্যানেলে সকাল ৯ টা ৮ মিনিটে হাওড়া ময়দান থেকে মহাকরণ অবধি প্রথম মেট্রোটি ছাড়বে। আর মহাকরণ থেকে হাওড়া ওয়েস্ট বাউন্ড চ্যানেলে প্রথম সার্ভিস ৯ টা ২০ মিনিটে।

আবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শেষ মেট্রো পাবেন রাত ৯ টা ৪৬ মিনিটে। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া শেষ মেট্রো ৯ টা ৫৮ মিনিটে। ওয়েস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে মহাকরণগামী শেষ পরিষেবা পাওয়া যাবে সন্ধে ৭ টা ৫৮ মিনিটে। আবার রাত ৮ টা ৮ মিনিটে মহাকরণ থেকে হাওড়া আসবে শেষ ট্রেন। রবিবারের পরিষেবায় কোনও বদল আসছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here