সংসারে সুখ-সমৃদ্ধির সঙ্গে ভীষনভাবে পরিচ্ছন্ন যোগ রয়েছে। সেই জন্য প্রত্যেকদিন স্নান করা উচিৎ। সঠিক পদ্ধতি মেনে স্নান করলে সংসার ও জীবনে যেমন সমৃদ্ধি আসে, তেমনই সঠিকভাবে স্নান না হলে নেতিবাচক শক্তি জাগ্রত হয়।
স্নান না করলে শরীরে নানারকম রোগ বাসা বাঁধতে পারে। নিয়মিত স্নান বহু রোগের ওষুধ। স্নান অবসাদ ও আলস্য দূর করে শরীরে নতুন উদ্যম আসে, টেনশন দূর হয়। খুব টেনশনে থাকলে ঠান্ডা জলে স্নান সেরে নিলে শরীর মন ঠাণ্ডা হয়। বিভিন্ন প্রকারের স্নান হয়। আজ জেনে নিন কোন স্নানে কী সমস্যার সমাধান হতে পারে।
ব্রহ্ম স্নান
ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত সময় হল ব্রহ্ম মূহূর্ত। এই সময় ইষ্টদেবতার নাম জপ করতে করতে স্নান করলে তা ব্রহ্ম স্নান হয়। বলা হয়, এই সময় জলে সমস্ত দেবতার বাস হয়। তাই ব্রহ্ম স্নানে তীর্থযাত্রার পুণ্য লাভ হয়, সকল প্রকার পাপ ধুয়ে যায়। ঈশ্বরের কৃপা লাভ হয়।
দেব স্নান
সূর্যোদয়ের ঠিক পরই যাঁরা স্নান করেন, তাঁরা গঙ্গা, যমুনার মতো পবিত্র নদীর নাম জপ করতে করতে স্নান করুন। এই স্নানকে বলা হয় দেব স্নান। এই সময় স্নান করলে জীবনে আসন্ন সমস্যা দূর হয়।
ঋষি স্নান
সূর্যোদয় সবে হয়েছে (তখনও আকাশে নক্ষত্র থাকে) এমন সময় তারা দেখতে দেখতে স্নান করাকে বলে ঋষি স্নান। এই সময় স্নান করলে সমস্ত কাজে বাধা দূর হয়।
যেভাবেই স্নান করুন না কেন সবার আগে স্নানের নিয়ম জানুন। স্নানের সময় প্রথমে মাথায় জল ঢালুন। ঠাণ্ডা জল মাথা থেকে শরীর বেয়ে পা দিয়ে যেভাবে নেমে যাবে, মাথার গরম শরীর হয়ে পায়ের মাধ্যমে সেভাবেই দূরীভূত হবে।