চোখ মানবদেহের একটি অপরিহার্য ও স্পর্শকাতর অঙ্গ। তবে নানা কারণে চোখের তলায় কালি পড়ে। পরবর্তীতে এই দাগ আরও বাড়তে থাকে। ডার্ক সার্কেল আপানাদের মুখশ্রী বদলে দেয়। মেকআপ করেও এই সমস্যা দূর করা সম্ভবপর হয়না। তবে এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যার সাহয্যে ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে। ডার্ক সার্কেল দূর করতে এমনই কার্যকরী উপাদান হল আমন্ড অয়েল। চলু জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করতে কিভাবে আমন্ড অয়েল ব্যবহার করবেন-
ডার্ক সার্কেল কেন হয়?
ডার্ক সার্কেলের প্রধান কারণ- ১)অপর্যাপ্ত ঘুম, ২)চোখের উপর প্রবল চাপ, ৩) চোখের আশেপাশের ত্বক ক্ষতিগ্রস্থ হলে, ৪) চোখে ঘন ঘন চুলকানি।
ডার্ক সার্কেল দূর করতে কিভাবে আমন্ড অয়েল ব্যবহার করবেন?
গোলাপ জল ও আমন্ড অয়েল
গোলাপ জলের প্রচুর অ্যান্টি-ইনফ্লেমেটারি গুণ রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে ও যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। একটি ছোট্ট পাত্রে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিন। সামান্য পরিমাণে গোলাপ জল নিন। একটি কটন বলের সাহায্যে চোখের চারপাশে গোলাপ জল লাগিয়ে নিন। এছাড়াও, আগে গোলাপ জল লাগিয়ে রাখুন। তা শুকিয়ে গেলে তার উপরে আমন্ড অয়েল মালিশ করুন ২-৩ মিনিট। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল মালিশ করুন। সারা রাত রেখে দিন। তারপর সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল ও আমন্ড অয়েল
একটি পাত্রে আধ চামচ অলিভ অয়েল এবং একই পরিমাণে আমন্ড অয়েল নিন। দুটি তেল খুব ভালো করে মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন।২-৩ মিনিট মালিশ করুন। উপকার পাবেন আপনিও। সারারাত রেখে দিতে হবে। তারপর মুখ ধুয়ে নিন।
সতর্কতাঃ
অ্যালার্জি থাকলে বা সেনসিটিভ হলে অথবা আগে আমন্ড এই তেল ব্যবহার না করে থাকলে অতি অবশ্যই প্যাচ টেস্ট করে রাখবেন।