রাজ্য শুরু হতে চলেছে পরবর্তী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে সবার মধ্যে একটি চাপ থাকেই। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওই পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ।

বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষায় বসতে হয়। সে জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। পরীক্ষার জন্য আবেদন করতে হবে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা, www.wbjeeb.in-এ।

জয়েন্ট পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, ফার্মাসি, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তির সুযোগ পান ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার ফর্ম পূরণ করার সময়ে সংশ্লিষ্ট সমস্ত শর্তাবলী এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে তা জমা দিতে হবে ছাত্রছাত্রীদের।

উল্লেখ্য, গত বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি ছিল। ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। সেখানে ২০২৪ সালে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৪২,৬৯২। মোট আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পায় ১৭,৭৭৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here