আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি। এবার তারা আরও সুর চড়াল। বুধবার বিধানসভায় দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে ধর্না কর্মসূচিতে বসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার আগে সাংবাদিক সম্মেলন করে আর জি কর হাসপাতালের ঘটনায় আগামী কর্মসূচির ঘোষণা করেন নন্দীগ্রামের বিধায়ক।

বুধবার বিধানসভায় দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে ধর্না কর্মসূচিতে বসেন শুভেন্দু। তবে সেখানে তাঁরা এই কর্মসূচি কোথায় করবেন তা খোলসা করতে চাননি তিনি। বিজেপির পরিষদীয় দল সূত্রে খবর, এই কর্মসূচিতে শুভেন্দুর সঙ্গে থাকবেন বিজেপির মহিলা বিধায়করাও।

প্রসঙ্গত, গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল থেকে মেলে এক মহিলা চিকিৎসকের দেহ। অভিযোগ, ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে। তারপর থেকেই শুরু হয় আন্দোলন। রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দেয়। দিল্লির এইমসের রেসিডেন্ট চিকিৎসকরা জানিয়েছেন নিরাপত্তা না দেওয়া হলে তাঁরা কাজ করবেন না।

এর মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই।  বুধবার দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআইয়ের ‘বিশেষ দল’। বুধবার বিধানসভা ভবনের সামনে ধর্নায় বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের দাবি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here