মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বাইরে থেকে তাদের সমর্থন জানানোর কথা বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এ বার সরাসরি আইনি সাহায্যের কথাও জানালেন তিনি।

নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কার কথা সোমবারই জানিয়েছিল রাজ্য পুলিশ। এ ব্যাপারে সতর্ক করে তারা এ-ও বলেছিল, নবান্ন অভিযানে সামনে মহিলা এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। এমনকি, পুলিশকে বলপ্রয়োগে করতেও বাধ্য করা হতে পারে।

সোমবার রাত থেকে ‘নিখোঁজ’ হয়ে যান নবান্ন অভিযানের আহ্বয়ক ছাত্র সমাজের চার নেতা। পরে পুলিশ জানায়, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। এরপরই ধৃতদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করার কথা জানিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু জানিয়েছেন, মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে তাঁর আইনজীবীরা ওই মামলাটি করবে। আর মামলাটি করা হবে ‘মমতা-পুলিশ’-এর বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here