আজ ছাত্র আন্দোলনের কর্মসূচীকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাওড়া ব্রিজ, মদয়দান, বড়বাজার থেকে নবান্নের দিকে আসা মিছিলগুলি। গোটা পরিস্থিতি রণক্ষেত্রের আকার ধারণ করে।

ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠছে, “দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ।” পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন বিক্ষোভকারীরা। ইটের আঘাতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। সাঁতরাগাছি স্টেশনে থমকে গেল ট্রেন চলাচল।

হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করেন পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসও। চলছে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা।পাল্টা লাঠিচার্জ পুলিশের। আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামাল পুলিশ। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোডে ইতিমধ্যেই কন্টেনার নামানো হয়েছে। কন্টেনারের সামনে রাখা হয়েছে ক্রেনটিকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here