কিছু কিছু গাছ আছে যেগুলি বাড়িতে রাখলে আসতে পারে সাপ। আসলে সুগন্ধযুক্ত গাছই সাপদের আকর্ষণ করে। জেনে নিন গাছগুলি কী কী?
বাড়িতে মথ অর্কিড রাখলে অনেক সময়ে সাপ আসতে পারে। এই গাছ সাধারণত প্রজাপতিদের আকৃষ্ট করে। তবে এই গাছের সুগন্ধে আসতে পারে সাপ।
লেমনগ্রাস গাছ খুব কড়া গন্ধযুক্ত হয়। সেই কারণেই এই গাছ সাপকে আকৃষ্ট করতে পারে। লেমনগ্রাস কিন্তু সাপ খায়ও।
‘পাইনাপেল সেজ‘ নামে এই গাছের ফুল হয় টকটকে লাল। এই রঙ পোকামাকড়দের আকর্ষণ করে। আর পোকা খাওয়ার জন্য আশেপাশে থাকে সাপ। সেই কারণে এই গাছও বাড়িতে রাখা উচিত নয়।
‘লেমন বাম‘ গাছটিতে কড়া লেবুর গন্ধ রয়েছে। এই গাছের কড়া গন্ধ টেনে আনতে পারে সাপ ও অন্যান্য পোকামাকড়দের।
‘হসটাস‘ গাছ মূলত জন্মায় ছায়া ও স্যাঁতস্যাঁতে জায়গায়। সাপ সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। সেই কারণেই আড়ালে লুকনোর জন্য এই গাছ খুব পছন্দ করে সাপেরা।
মিন্ট গাছেরও গন্ধ হয় খুব কড়া। যে কোনও পোকামাকড়কে আকর্ষণের জন্যই যথেষ্ট। তাদের শিকারের করার জন্য সাপ আসে।
স্যুইট পটাটো ভাইন- এই গাছটিও পোকামাকড়কে আকর্ষিত করে। আর পোকামাকড় খাওয়ার তাগিদে ও ঝোপঝাড়ে আশ্রয়ের খোঁজে সাপ বেছে নিতে পারে এই গাছকে।
কমফ্রি গাছটি সাধারণত প্রজাপতি ও মৌমাছিকে আকর্ষিত করে। আর শিকার করার জন্য এই গাছের আশেপাশেও থাকতে পারে সাপ।