কাজ করতে গেলে কোনও না কোনও জিনিস হাত থেকে পড়ে যায়। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে কিছু জিনিস হাত থেকে পড়ে যাওয়া অশুভ ইঙ্গিতবাহী। বলা হয় এই জিনিসগুলি হাত থেকে ওসাবধানতা বস্ত পড়ে গেলে তাতে কোনও না কোনও অঘটন ডেকে আনে। দেখে নিন কোন জিনিসগুলো পড়ে যাওয়া অশুভ বলে বিবেচিত হয়।

জলে ভর্তি পাত্র- জল্পূর্ণ পাত্র হাত থেকে পড়ে যাওয়া অশুভ বলে বিবেচিত হয়। হিন্দু ধর্ম শাস্ত্র মতে এর অর্থ হল দেবী-দেবতা ও পূর্বপুরুষরা আপনার ওপর রেগে রয়েছেন এবং তাঁদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সঙ্কেত দিচ্ছেন। এই সঙ্কেতগুলির দিকে দৃষ্টি না দিলে আপনার সমস্যা বেড়ে যেতে পারে। তাঁদের সঙ্কেত বুঝে ইঙ্গিতে আলোকপাত করুন। নাহলে হিতে হতে পারে বিপরীত।

প্রসাদ- অনেক সময় প্রসাদ খেতে গিয়ে তা আমাদের হাত থেকে প্রসাদ পড়ে যায়। জ্যোতিষ মতে, এর অর্থ আমাদের কোনও মনের কোনও ইচ্ছা পূর্ণ হতে হতেও হবে না। আরও একটি অর্থ এই যে ভগবান আমাদের ওপর রুষ্ট। যার প্রভাব আমাদের ওপর পড়বে এবং বাড়িতে অশান্তি বাড়বে। কাজেই এই ঘটনা হলে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন।

সিঁদুরের কৌটো- সিঁদুর পড়তে গিয়ে নানা সময়ে তা হাত থেকে পড়ে যায়। স্বামীর দীর্ঘায়ু কামনা করেই সিঁদুর পড়েন মহিলারা। জ্যোতিষ মতে এই পরিস্থিতির অর্থ হল স্বামীর জীবনের ওপর কোনও সঙ্কট আসতে চলেছে। যদি আপনার সঙ্গেও এরকম কিছু ঘটে থাকে তবে নীচে পড়ে থাকা সিঁদুর কখনও ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন না। বরং কোনও পরিষ্কার কাপড় দিয়ে তা একত্রিত করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। পাশাপাশি স্বামির জন্য দুর্গা মার কাছে কামনা করুন।

পুজোর প্রদীপ- অনেক সময় পুজোর পর আমাদের হাত থেকে জ্বলন্ত প্রদীপ পড়ে যায়। এরকমভাবে প্রদীপের নীচে পড়ে যাওয়া কোনও অনিষ্ট কিছু হওয়ার সঙ্কেত। এর অর্থ আপনার সঙ্গে বা পরিবারের সঙ্গে কিছু অঘটন ঘটতে চলেছে। জ্যোতিষে বলা হয়েছে যে এরকম হলে আপনি দ্বিগুণ প্রদীপ জ্বালিয়ে ইশ্বরের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন।

ভগবানের মূর্তি- হাত থেকে ভগবানের মূর্তি মাটিতে পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়। এর অর্থ পরিবারে কোনও সঙ্কট আসতে চলেছে। এতে পরিবারে অশান্তিও বাড়তে পারে। আর্থিক অনটন দেখা দিতে পারে। এসব বিপদ এড়াতে ভাঙা মূর্তিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন অথবা মাটি খুঁড়ে সেখানে সম্মানের সঙ্গে সেই মূর্তিকে পুঁতে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here