পোস্ট অফিসে এমন একটি দূর্দান্ত স্কিম রয়েছে যার থেকে রিটায়ারমেন্টের পর প্রতি মাসে পেতে পারেন ২০,৫০০ টাকা করে। এমনিতেও চাকরি থেকে অবসর গ্রহণের পর নিয়মিত মাসিক আয় একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিম থেকে অবসর জীবন যাপনের পর প্রতি মাসে ২০,৫০০ টাকা পাবেন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগকারী সিনিয়র সিটিজেনরা প্রতি মাসে ২০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। এই স্কিমে সুদের হার ৮.২ শতাংশ। এর মেয়াদ পাঁচ বছরের। পাঁচ বছর পর এটি বাড়ানোর সুযোগ থাকে। এই পরিকল্পনায় ৬০ বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকরা এককালীন টাকা বিনিয়োগ করতে পারেন।
এর আগে এই স্কিমে সর্বাধিক বিনিয়োগ সীমা ১৫ লাখ টাকা ছিল, যা এখন বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে। আপনি যদি এতে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে প্রতি বছর প্রায় ২,৪৬,০০০ টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। এর ভিত্তিতে প্রতি মাসে আপনাকে প্রায় ২০,৫০০ টাকার মাসিক আয় হবে। এই টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে। এটি আপনার রিটায়ারমেন্টের পর নিয়মিত খরচের জন্য কার্যকর হবে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৬০ বছর এবং তার বেশি বয়সের লোকেরা বিনিয়োগ করতে পারেন। এছাড়াও, যারা স্বেচ্ছায় ৫৫ থেকে ৬০ বছর বয়সে রিটায়ার হন, তারাও এতে অ্যাকাউন্ট খুলতে পারেন।