ঘুমের মধ্যে স্বপ্ন কম বেশি সকলেই দেখেন। তার মধ্যে ভাল স্বপ্ন-খারাপ স্বপ্ন দুরকমই রয়েছে। কিছু স্বপ্ন সুখ ও সৌভাগ্যের সঙ্কেত হিসেবে মানা হয়, আবার কিছু দুঃখ-এর সঙ্কেত হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, এক একটি স্বপ্নের এক এক ধরনের মানে রয়েছে। তবে বেশিরভাগ মানুষই সেই সব বিষয়ে খুব একটা গুরুত্ব না। তবে কম বেশি অনেকেই এক ধরনের স্বপ্ন দেখেন, আর তা হল কোনও উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন। এর মানে কী? স্বপ্নশাস্ত্র অনুসারে, এক একটি জায়গায় থেকে পড়ে যাওয়ার এক একরকম ব্যাখ্যা রয়েছে।
- স্বপ্নে পড়ে যাওয়ার সময় কিছু ধরার চেষ্টা করার স্বপ্ন দেখেন? স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হল, আপনার সম্পর্কটি ঠিক নেই। তাতে কিছু না কিছু সমস্যা আছে। তা ঠিক করতে কাজে লেগে পড়ুন।
- আবার অনেকেই পাহাড় থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নশাস্ত্র অনুসারে, শিলা থেকে নিজেকে পড়ে যেতে দেখার অর্থ হল, ঝামেলা, ব্যর্থতা ইত্যাদি। তার মানে আগে থেকেই সজাগ হন। কারণ আপনার জীবনে কোনও না কোনও ঝামেলা আসতে চলেছে।
- আপনি যদি উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সময় মাটিতে পা রাখার চেষ্টা করেন, তবে এই জাতীয় স্বপ্নকে বিশেষজ্ঞরা নিজেকে শোধরানোর সঙ্কেত হিসেবে ব্যাখ্যা করেন। আসলে কোনও ক্ষেত্রে আপনার কোনও ভুল রয়েছে। তা ভেবে দেখে অবিলম্বে ঠিক করুন।
- কোনও উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি কোনও কঠিন পরিস্থিতিতে আটকে থাকলে বা কোনও একটা সমস্যার সমাধান অনেক খুঁজেও না পেলে, সেই চিন্তা থেকেই ঘুমের মধ্যে এই ধরনের স্বপ্ন আসতে পারে। আসলে সমস্যা আমাদের জীবনের একটা অঙ্গ। তাই এটাকে নিয়ে অবশ্যই চিন্তা করবেন, তবে দুশ্চিন্তা একেবারেই নয়। বরং তার থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করুন।