অনেকে মনে করেন ভূতদের সন্তুষ্ট করার জন্য বা বাড়ির আশপাশ থেকে তাড়ানোর জন্য জ্বালানো হয় ১৪ প্রদীপ। কারও মতে নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাড়ির চারিদিকে জ্বালানো হয় প্রদীপ।কেউ কেউ আবার বলেন, কালীপুজোর আগের দিন সন্ধ্যায় পিতৃপক্ষের ও মাতৃপক্ষের পূর্বপুরুষরা আসেন মর্ত্যলোকে। তাঁদের সন্তুষ্ট করার জন্য জ্বালানো হয় ওই প্রদীপগুলো। কারণ যাই হোক, ১৪ প্রদীপ দেবেন কোন কোন স্থানে, দেখে নিন।

 

প্রথম প্রদীপটি হল যম প্রদীপ। এটিতে সরিষার তেল ঢালা হয়, রাতে ঘুমানোর আগে এবং এটি বাড়ির বাইরে, দক্ষিণ দিকে মুখ করে, আবর্জনার স্তূপের কাছে রাখা হয়।

 

দ্বিতীয় প্রদীপটি একটি নির্জন মন্দিরে রাখা হয়, যা ঘি দিয়ে তৈরি একটি প্রদীপ। এটি জ্বালিয়ে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

দেবী লক্ষ্মীর সামনে তৃতীয় প্রদীপ জ্বালানো হয়।

মা তুলসীর সামনে চতুর্থ দীপ জ্বালানো হয়।

ঘরের দরজার বাইরে পঞ্চম প্রদীপ জ্বালানো হয়।

পিপল গাছের নিচে ষষ্ঠ প্রদীপ জ্বালানো হয়।

সপ্তম প্রদীপ জ্বালান এবং একটি মন্দিরে রাখুন।

ঘরে যেখানে আবর্জনা রাখা হয় সেখানে অষ্টম প্রদীপ জ্বালানো হয়।

বাড়ির বাথরুমে নবম প্রদীপ জ্বালানো হয়।

বাড়ির ছাদের অন্য মুখে একাদশ প্রদীপ জ্বালানো হয়।

ঘরের জানালার কাছে দ্বাদশ প্রদীপ জ্বালানো হয়।

ত্রয়োদশ প্রদীপ – এটি বাড়ির সিঁড়িতে বা বারান্দায় জ্বালান।

চতুর্দশ প্রদীপ- রান্নাঘরে বা যেখানে জল রাখা হয় সেখানে ১৪ নম্বর প্রদীপ জ্বালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here