বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে ফের একটি দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইএসএল-আইপিএল সহ দেশ-বিদেশের বিভিন্ন লিগে দল রয়েছে তাঁর। সেই তালিকায় যুক্ত আরও একটি নতুন দল। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’এ দল কিনেছেন তিনি। ‘ম্যাঞ্চেস্টার অরিজিনালস’-এর ৪৯ শতাংশ স্টেক কিনেছেন গোয়েঙ্কার আরপিএসজি সংস্থা। প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা ৮১০ কোটি টাকা খরচ করে দল কিনেছেন তিনি।

সোমবার নিলামে আমেরিকার একটি প্রাইভেট ইকুইটি ফার্মকে টপকে এই দলের ৪৯ শতাংশ স্বত্ত্ব কেনে আরপিএসজি গ্রুপ। আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট এবং আইপিএলে লখনউ সুপার জায়ান্টের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের দল ডারবানস সুপার জায়ান্টস দলেরও স্বত্ত্ব রয়েছে গোয়েঙ্কা গ্রুপের দখলে। এই নিয়ে মোট তিনটি ক্রিকেট টিমের মালিক হয়ে গেল আরপিএসজি গ্রুপ। দলটির সম্পূর্ণ মূল্য প্রায় ১০৭ মিলিয়ন পাউন্ড। ‘দ্য হান্ড্রেড’ লিগে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাবের প্রতিনিধিত্ব করে এই দল। পুরুষদের টিমে বেশ কয়েকটি পরিচিত মুখ রয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য জস বাটলার,  সল্ট এবং জেমি ওভার্টন। মেয়েদের দলে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলস্টোন, অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here