আরজি কর কান্ড নিয়ে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছেন সকলেই। এই লজ্জাজনক কাণ্ডে যখন গর্জে উঠেছে গোটা দেশ। ঠিক সেই সময়ে কঠোর আইন প্রণয়নের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। মধ‌্যরাতে  যখন নারীরা পথে নামবেন বলে ঠিক করেছিলেন তখন তাঁদের পাশে রয়েছেন বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।

এবার সুর চড়ালেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতার নগরপাল বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও। কারণ তিনি সোশ‌্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কলকাতার নগরপাল এবং সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। কে আত্মহত্যার কথা বলেছিল পরিবারকে।’  সুখেন্দুর দাবি, স্বচ্ছভাবে সবটা সামনে আনুক সিবিআই।

বিশেষত, ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠলেও নিজের অবস্থান থেকে একবিন্দুও সরতে দেখা যায়নি বিনীত গোয়েলকে। তাঁরা কাউকে লুকাচ্ছেন না তো! স্বচ্ছভাবেই তদন্ত করার চেষ্টা হোক। তবে সন্দীপকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলেও এখনও ডাক পড়েনি বিনীত গোয়েলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here