জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রে বৃহস্পতির বিশেষ ভূমিকা রয়েছে। কিছু সময়ের ব্যবধানে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে। গ্রহের স্থান পরিবর্তন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। যা কারও জন্য শুভ আবার কারও জন্য অশুভ হয়। মনে করা হয় যে সকল ব্যক্তি কুষ্ঠিতে গুরুগ্রহ শুভ স্থানে থাকে তাঁরা জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। আগামী ২৯ এপ্রিল বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহের গোচরের ফলে তৈরি হবে ‘হংসরাজ যোগ’। যার প্রভাবে এই তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় আসতে চলেছে।

কর্কট রাশি: গুরুগ্রহের প্রভাবে তৈরি ‘হংস রাজযোগ’-এর বিশেষ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। সেই সঙ্গে আপনি কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন। এই সময়সকল ইচ্ছেপূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সুফল পাবেন। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এবং সেখান থেকে অর্থলাভও হতে পারে।

ধনু রাশি: ‘হংস রাজযোগ’-এর কারণে এই রাশির জাতক-জাতিকাদের অর্থ কষ্ট দূর হবে। যে সকল ব্যক্তিরা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁদের জীবনে সাফল্য আসবে এবং সম্পত্তি অথবা বাড়িতে বিনিয়োগ করতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করলে সকল কাজ সফল হবে।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য আসবে শুভ সময়। আপনার আত্মবিশ্বাস জীবনে সাফল্য এনে দিতে পারে। যে কনো কাজেই পরিবারে পূর্ণ সমর্থন পাবেন। সেই সঙ্গে ব্যবসায় উন্নতি হবে। উচ্চসিক্ষার জন্য বিদেশ যেতে পারেন এবং পৈতৃক সম্পত্তির পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here