স্বাধীনতার মধ্যরাতে যখন কলকাতা সহ জেলায় জেলায় রাজপথ দখল করে নিয়েছিল নারীরা। ঠিক সেই সময়েই আরজি কর মেডিক্যাল হাসপাতালে তান্ডব চালাল হামলাকরীরা। কিন্তু কারা এরা? কেন হামলা চালালো হাসপাতালে? এই ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ‘অপরাধী’দের খুঁজে বার করতে হবে পুলিশকে।
এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র প্রতিবাদে গর্জে উঠেছে দিকে মহিলা আন্দোলন। বুধবার শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি চলাকলীনই হঠাৎই আরজি করের সামনে একদল দুষ্কৃতী হামলা চালায়। একদল ব্যক্তি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে তাণ্ডব চালান বলে অভিযোগ।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিষেক লিখেছেন, ‘‘আরজি করে যে গুন্ডামি হল, তা সব মাত্রা ছাড়িয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, ২৪ ঘণ্টার মধ্যে যেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, সেই আর্জি জানিয়েছি। তাদের রাজনৈতিক যোগ যা-ই হোক না কেন। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ন্যায্য। সরকারের কাছে নিরাপত্তা চাওয়া তাঁদের ন্যূনতম দাবি। এটাকে গুরুত্ব দেওয়া উচিত।”