বিজয় রথ ছুটছে মোহনবাগানের। চলতি আইএসএলে ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে সবুজ-মেরুন। আগামী শুক্রবার এফসি গোয়া’র বিরুদ্ধে নামবে হোসে মোলিনা’র দল। মানালো মার্কুয়েজের দলকে হারিয়ে ৩ পয়েন্টকেই পাখির চোখ করছে বাগান ব্রিগেড।
চলতি মরসুমে তিন বিশ্বকাপারকে সামনে রেখে আইএসএল যুদ্ধে নেমেছে মোহনবাগান। কখনও জেমি ম্যাকলারেন আবার কখনও দিমিত্রি পেত্রাতোস-জেসন কামিন্সের দক্ষতায় লিড নিতে দেখা যাচ্ছে তাদের। তিন বিদেশির ব্যর্থতার দিনে বাগান সমর্থকদের ভরসা জোগাচ্ছেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। তবে মোহনবাগানের আপফ্রন্ট বেশ শক্তিশালী হলেও চিন্তা অন্য জায়গায়। বাগানের মিডফিল্ড জেনারেল গ্রেগ স্টুয়ার্ট পুরোপুরি সুস্থ নন। তাঁর ম্যাচফিট হতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন কোচ মোলিনা।
গোয়ার বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে পাঁচবার জিতেছে সবুজ-মেরুন। মাত্র দুটিতে হেরেছে তারা। এ দিকে, আসন্ন ম্যাচে গোয়া’কে হারাতে পারলে টানা পাঁচটি ম্যাচ জিতবে মোহনবাগান। গোয়ার বিরুদ্ধে নামার আগে মোলিনা বলেন, “লম্বা মরসুম খেলতে হবে। সবে অর্ধেক হয়েছে। এখনও পর্যন্ত ভালই খেলেছি। আমি খুশি। ফুটবলারদের প্রশংসা করতেই হবে। টানা দু’বার লিগ-শিল্ড জেতার জন্য কঠোর পরিশ্রম করছি আমরা। এখন গোয়া ম্যাচ জেতার দিকেই নজর দিচ্ছি। তবে গোটা মরসুম জুড়ে এ ভাবেই পরিশ্রম করতে হবে আমাদের। গোয়ার সঙ্গে একটা উত্তেজক ম্যাচের অপেক্ষায় রয়েছি।” গত কয়েকটি ম্যাচে সক্রিয় ভূমিকা পালন করেছেন লিস্টন। তাঁকে নিয়ে কোচ বলেন, “আমার কাজই হল একজন ফুটবলার যাতে মাঠে নেমে ভাল খেলতে পারে সে ব্যাপারে সাহায্য করা। আমার কাছে সবাই সমান। তবে উইঙ্গাররা একটু বেশি গুরুত্বপূর্ণ। লিস্টন খুবই ভাল খেলছে। ওর গোল করাটা খুব কার্যকরী।”