শনিবারই কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ছ’জনের পলিগ্রাফ পরীক্ষা হচ্ছে। পলিগ্রযাফ পরীক্ষার জন্য দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অভিযুক্ত সঞ্জয় রায়েরও পলিগ্রাফ পরীক্ষা তবে। তবে সবটাই শনিবার হবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।
সিজিও কমপ্লেক্সে শনিবার সকালেই পৌঁছে গিয়েছিলেন সন্দীপ। তাঁর পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সেই অনুমতি মিলেছে। সন্দীপ সম্মতিও দিয়েছেন।
সন্দীপ ছাড়াও আরজি করের চার জন চিকিৎসক পড়ুয়া এবং মূল অভিযুক্তের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে। সূত্রের খবর, একসঙ্গে সকলের পলিগ্রাফ পরীক্ষা হবে না। এক এক করে ছ’জনের পরীক্ষা করানো হবে।
সন্দীপ-সহ ছ’জন গোয়েন্দাদের যা বলছেন, তা সত্য কি না, জানার জন্য পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছে সিবিআই। এই পরীক্ষার ফলাফল আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে না। শুধু তদন্তের সুবিধার জন্যই এই পরীক্ষা।