প্রতিবছর পালন করেন মকর সংক্রান্তি উৎসব। সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করা সঙ্গে সঙ্গে শুরু হয় মকর সংক্রান্তি উৎসব। এসময় দান এবং গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে সূর্য দেবতার বিশেষ পুজো করা হয়।

আর এসময়ে তামার পাত্রে সূর্য দেবতাকে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন অনেক শুভ যোগ তৈরি হচ্ছে। তাছাড়া সূর্য দেবতার পাশাপাশি ভক্ত ও নায়ের দেবতার শনি দেবতার বিশেষ আশীর্বাদ পাবেন কিছু রাশির জাতক জাতিকারা। তাদের জীবনের সকল সঙ্কট দূর হবে।

মকর সংক্রান্তির দিন পুষ্য নক্ষত্রে কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে সকাল ১০ টা ১৭ মিনিট থেকে। এই নক্ষত্রের অধিপতি হলেন শনিদেব। তাই কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খোলা থাকবে, জেনে নিন তাদের মধ্যে কারা রয়েছেন।

কর্কট রাশির

কর্কট রাশির ব্যক্তিদের মকর সংক্রান্তি থেকে অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় শনিদেবের কৃপায় ভাগ্যের দ্বার খুলে যাবে এই রাশির জাতকদের। কোনও কাজেই আপনারা পিছিয়ে পড়বেন না। আর্থিকদিকে লাভ হবে। এদিন তারা যে শুভ কাজ করবেন, সেই কাজেই সফলতা মিলবে। বাড়িতে কোনও অতিথির আগমনে আপনার জীবনে সুখ লেগে থাকবে। তাছাড়া আপনারা জীবনের সমস্ত সমস্যা দূর হবে।

তুলা রাশি

তুলা রাশি জাতক-জাতিকাদের মকর সংক্রান্তি থেকে অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে। এসময় শিব ঠাকুরের কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা আসবে আপনার। মকর সংক্রান্তির দিন দুধ, সাদা তেল, কাপড় দান করুন। এতেই খুব খুশি হবেন শনিদেব। এই সময়ে কোনও প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হলে আর্থিক লাভ হবে। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন।

মকর ও কুম্ভ রাশি

মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। মকর সংক্রান্তি দিন সূর্য দেবতার পাশাপাশি শনি ও শিব ঠাকুরের পুজো করলে আপনার জীবনে সফলতা আসবে। শনিদেবকে কালো তিল অর্পণ করুন। এতে শনিদেব আপনার প্রতি সদয় থাকবেন। এতে প্রত্যেকটি কাজেই সফলতা আসবে। জীবন থেকে দারিদ্রতা ও দুঃখ দূর হবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here