ফেব্রুয়ারি মাসের শুরুতে এসে বেশ কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে ব্যাঙ্ক এবং আদালতে বহু শূন্যপদ ঘোষিত হয়েছে।
সেন্ট্রাল ব্যাঙ্কে ক্রেডিট অফিসারের পদে সম্প্রতি ১ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ৩০ জানুয়ারি থেকে সেন্ট্রাল ব্যাঙ্কের ওয়েবসাইটে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন। শুধু ক্রেডিট অফিসার পদেই নয়, জোন বেসড অফিসার পদেও নিয়োগ করা হবে সেন্ট্রাল ব্যাঙ্কে। www.centralbankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে হবে আপনাকে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে সরকারি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। ট্রেড, টেকনিশিয়ান, শিক্ষানবিশ, ট্রেনড গ্র্যাজুয়েট পদের জন্য করা হবে এই নিয়োগ। এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com এ আবেদন করতে হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত করা যাবে এই সমস্ত পদে আবেদন।
সুপ্রিম কোর্টেও ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য করা হবে এই নিয়োগ। মোট ৯০টি পদের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীরা মাসে ৮০ হাজার টাকা করে বেতন পাবেন। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এই সমস্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। আগামী ৯ মার্চ পরীক্ষা নেওয়া হবে।