মাত্র এক বছর আগে বিয়ে করেছিলেন। বিয়ের এক বছরের মাথতেই শেষ হয়ে গেল জীবন। সিয়াচেনে কাজ করার  সময় হঠাৎ করেই ভারতীয় সেনা বাহিনীর জওয়ান নাভাল কিশোরের মৃত্যুর খবর মেলে।

প্রচণ্ড ঠাণ্ডায় অক্সিজেনের অভাবে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নাভাল কিশোর। সিয়াচেন হিমাবাহের আশপাশে কর্মরত অবস্থায় হঠাৎ করে আবহাওয়া পালটাতে শুরু করে।

আবহাওয়া পালটাতে শুরু করলে, অক্সিজেনের অভাবে নাভাল কিশোর নামের ওই জওয়ানের মৃত্যু হয়। বিয়ের এক বছরের মধ্যে ওই সেনা কর্মীর নির্মম মৃত্যুর ঘটনায় শোকে পাথর গোটা পরিবার।

http://<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Mandi, Himachal Pradesh: 28 year old Havaldar Naval Kishore martyred in Siachen Glacier, he had been married just a year ago. The cause of his martyrdom is reported to be a lack of oxygen due to climate change in the Siachen Glacier region <a href=”https://t.co/uH31T50NTe”>pic.twitter.com/uH31T50NTe</a></p>&mdash; IANS (@ians_india) <a href=”https://twitter.com/ians_india/status/1863787586990526906?ref_src=twsrc%5Etfw”>December 3, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here