জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহ, নক্ষত্ররা ঘর পরিবর্তন করে তাদের সঠিক সময় মতো। যার কারণে রাশিচক্রের উপর নানা রকমের প্রভাব পরে। সেটি কারও জন্য ইতিবাচক হতে পারে। আবার কারও জীবনে তা নেতিবাচক হতে পারে। এই সময় তারা নানা রকম যোগেরও সৃষ্টি করে।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ২৮ জানুয়ারি সকাল ৭ টা ১২ মিনিটে শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে সে তৈরি করবে ‘মালব্য রাজযোগ’। কোন রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে, ব্যবসায় লাভের মুখ কারা দেখবেন, জেনে নিন।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। ব্যবসায় অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর মালব্য রাজযোগের শুভ প্রভাব পড়বে। তাদের মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। পরিবেশ অনুকূলেই থাকবে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। ব্যবসায় লাভ হবে। নতুন চাকরিও পেতে পারেন আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।পরিবারের সকলের সঙ্গে সুখ বজায় থাকবে। আদালত সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলি থেকে বেরোতে পারবেন। তাই মানসিকভাব স্বস্তি পাবেন আপনি।
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। আপনার পরিবেশ অনুকূলে থাকবে। এসময় ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হবে। আদালত সম্পর্কিত যেসমস্যাগুলি ছিল সেগুলো থেকে বের হতে পারবেন। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। তাছাড়া কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনে আপনিও সুখী হবেন।