ধনতেরাসের মাধ্যমেই দীপাবলির উৎসব শুরু হয়। এই দিনটি আসে দীপাবলির ঠিক দু-দিন আগে।  এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান ধন্বন্তরীর পুজো করার প্রথা রয়েছে। ধনতেরাসে সাধারণত সোনা রুপো কেনা নিয়ম। এছাড়া সামরথ্য না থাকলে অন্যান্য জিনিসও কেনা যায়। তবে কিছু জিনিস রয়েছে যেগুলি ধনতেরাসে কেনা অশুভ বলে বিবেচনা করা হয়।

পুরনো জিনিস – অনেকেই পুরনো ব্যবহৃত জিনিস নিজের ঘরের জন্য কেনেন। ধনতেরাস উপলক্ষে এমন জিনিস না কেনাই ভাল। এতে সংসারে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায়। একই সঙ্গে পুরনো কোনও সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে।

লোহার জিনিস –  বাস্তুশাস্ত্রমতে,  ধনতেরাসে লোহার জিনিস কেনা একেবারেই উচিত নয়। লোহা ঠাণ্ডা ও ওজনে ভারী একটি ধাতু। তাই এটি বাড়িতে কিনে আনলে পরিবারের মানুষজনের কর্মোদ্যমে ভাঁটা পড়তে পারে।

ধারালো জিনিস – ধারালো জিনিস সাধারণত, কোনো কিছু কাটতে ব্যবহৃত হয়। এতে ক্ষতির একটি আশঙ্কা থেকে যায়। তাই এই সময় ধারালো জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখুন।

কালো জিনিস – ধনতেরাসকে আনন্দের উৎসব হিসেবে মনে করা হয়। তাই এই উৎসবে কোনও কালো জিনিস না কেনাই ভাল।

সিন্থেটিক জিনিস – জ্যোতিষশাস্ত্র অনুসারে,ধনতেরাসে কোনও সিন্থেটিক জিনিস বা প্লাস্টিকের জিনিস না কেনাই ভাল। বাস্তুমতে, এই দ্রব্যগুলি মোটেই শুভ নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here