দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি’কে হারিয়ে আইএসএলের ফার্স্টবয় হোসে মোলিনা’র দল। কিন্তু সবুজ-মেরুনের সমস্যা অন্য জায়গায়! কার্ড সমস্যায় আসন্ন নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারবেন না অধিনায়ক শুভাশিস বসু এবং আলবার্তো রদ্রিগেজ।
চলতি মরসুমে ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্টের বিরুদ্ধে হারতে হয়েছিল মোলিনা’র দলকে। শেষ দুই সাক্ষাতে নর্থইস্টের বিরুদ্ধে একটি জয় এবং একটি ম্যাচ হেরেছে মোহনবাগান। এই পরিস্থিতিতে আসন্ন ম্যাচে মোহনবাগানের রক্ষণে দুই প্রধান ফুটবলার নেই। তাই নর্থইস্টের বিরুদ্ধে বেশ খানিকটা সমস্যায় পড়তে পারে মেরিনার্স’রা। লিগে ১১ গোল করা আলাদিন আজারাইকে ঠেকানোটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে মোহনবাগানের কাছে। তাই ডিফেন্সকে শক্তিশালী করার উপর বাড়তি নজর দিচ্ছেন সবুজ-মেরুন কোচ। বৃহস্পতিবার পুরোদমেই প্র্যাকটিস করেন টম আলড্রেড। ডিপ ডিফেন্সে তাঁর সঙ্গী হবেন দীপেন্দু বিশ্বাস। দুই প্রান্তে আশিস রাই এবং আশিক কুরুনিয়নের খেলার সম্ভাবনাই বেশি। এ দিন এই ফর্মেশনে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করে মোহনবাগান। নর্থ-ইস্ট উইং দিয়ে আক্রমণে ওঠে। তাদের সেই দৌড় সামলানোর পাশাপাশি নিজেদের সেট-পিস নিয়েও কাজ করেন মোলিনা। সেই সঙ্গে আক্রমণেও জোর দিচ্ছেন বাগান কোচ। নর্থইস্টের বিরুদ্ধে আক্রমণ ভাগ শক্তিশালী করার জন্য প্রথম একাদশে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট’কে রাখতে পারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।