পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি’কে ছাড়াই কি হয়ে গেল আইসিসি’র বৈঠক, জয় শাহ’র সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টের পরেই বাড়ছে জল্পনা। আইসিসি’র চেয়ারম্যান পদে বসেছেন প্রাক্তন বিসিসিআই সচিব। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার এত বড় একটি পদে বসার পর অন্য দেশের বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করেন জয়। তাদের সঙ্গে কাটানো মুহুর্ত ফ্রেমবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। কিন্তু সেখানে পাক বোর্ড প্রধানকে দেখা যায়নি। এরপর থেকেই প্রশ্ন উঠছে, তা হলে কি পাকিস্তানকে বাদ দিয়েই হয়ে গেল আইসিসি’র বৈঠক?

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তান বোর্ডের মধ্যে রেষারেষি চলছে। এ বারের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। কিন্তু সে দেশে গিয়ে খেলতে রাজি নয় ভারত। বিসিসিআই-এর দাবি নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করা হোক ভারতের ম্যাচগুলি। তা নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সেই বৈঠক হতে পারে। কিন্তু তার আগে আইসিসি-র কর্তাদের সঙ্গে বিভিন্ন বোর্ডের সদস্যদের দেখা হয় দুবাইয়ে আইসিসি-র সদর দফতরে। নকভি দুবাই গেলেও জয় শাহদের সঙ্গে দেখা করেছেন কি না তা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও দেখা যাচ্ছে তাতে আইসিসি-র সদর দফতরে পাক ক্রিকেট বোর্ডের প্রধানকে দেখা যায়নি। নকভিকে ছাড়াই কি বৈঠক হয়ে গেল? সেই নিয়েই প্রশ্ন উঠছে। যদিও এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here