সদ্য প্রয়াত হয়েছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই বিবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আমেরিকায় লিউকের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বান্ধবী কল্পনা আইয়ার। হেলা অমিতাভ বচ্চনের ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন।

কীভাবে হেলেনা লিউকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, ‘অস্থির বোধ করছি। একটা মিশ্র আবেগ কাজ করছে। কিন্তু কেন তা জানি না।’

মিঠুন চক্রবর্তীর বর্তমান স্ত্রীর নাম যোগিতা বালি। তবে তাঁর আগে হেলেনাকে বিয়ে করেছিলেন ভারতের ডিস্কো ম্যান। যদিও সেই বিয়ে বিশেষ সুখকর হয়নি। স্টারডাস্ট ম্যাগাজিনে এ নিয়ে মুখ খুলেছিলেন লিউক। বলেছিলেন, ‘উনি আমার ব্রেনওয়াশ করেছিলেন। বিশ্বাস করিয়ে ছেড়েছিলেন, যে তিনি আমার যোগ্য পুরুষ। দুভার্গ্যের কথা সেটা তিনি আমাকে বিশ্বাস করাতে সফল হয়েছিলেন।’

হেলেনা লিউক আরও বলেন যে,’ মিঠুনের সঙ্গে আমার বিয়েটা ধোঁয়াটে। অনেকটা দুঃস্বপ্নের মত। আমিই তাঁকে ছেড়ে চলে গিয়েছিলাম। ডিভোর্স চেয়েছিলাম। তিনি এখন বড় তারকা হতে পারেন, কিন্তু সেই জন্য আমি আমার সিদ্ধান্ত বদলাব না। উনি ধনী হলেও তাঁর কাছে ফিরে যাব না। আমি কোনও খোরপোশ চাইনি।’

প্রসঙ্গত, এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের সঙ্গে। কিন্তু সে বিয়ে হয়নি। এরপর ১৯৭৮ সালে চন্দ্রোদয় ঘোষকে বিয়ে করেন মমতা শঙ্কর। তার ঠিক একবছর পর হেলেনা লিউকের সঙ্গে বিয়ে করেন মিঠুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here