মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা কুলকার্নি। কিন্নর আখড়ায় সন্ন্যাস গ্রহণের সমস্ত রীতি পালন করেছেন অভিনেত্রী। পরনে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, দুধ দিয়ে স্নানের পরে মমতাকে ফুলের মালায় সাজিয়ে দেওয়া হয়েছিল। এই ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থা হিসাবে পরিচিত কিন্নর আখড়া। সেই সংস্থার অন্দরেই সমস্যা তৈরি হয়েছে মমতাকে কেন্দ্র করে। মমতাকে নাকি আখড়ার অতি উচ্চ ও সম্মাননীয় পদে নিযুক্ত করা হয়েছে। এই বিষয়টিই আখড়ার সদস্যেরা মেনে নিতে পারছেন না।কিন্নর আখড়া সম্পর্কে মমতার কতটা জ্ঞান রয়েছে সেই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হবে, এমনও শোনা গিয়েছে।
কিন্নর আখড়ার নেতৃত্বে রয়েছেন আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। শোনা যাচ্ছে, তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। প্রশ্ন উঠেছে কিন্নর আখড়ার অন্দরে। অনেকেই আবার অতীতে মমতার পেশা ও মাদকযোগের প্রসঙ্গও তুলেছেন।
সন্ন্যাস গ্রহণের পরে মমতার নতুন নামকরণ হয়েছে— শ্রী মাই মমতা নন্দ গিরি। একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন একাধিক বার। কেনিয়ায় মাদকযোগে তাঁর নাম জড়িয়েছিল।