শীত পড়তেই প্রায় প্রতিটি বাড়িতে নিত্য পুজোর জন্য মালা কিংবা খোলা গাঁদা ফুল কিনে আনা হয়। কিন্তু রোজ তো ফুল কিনে আনা সম্ভব নয়। আপনি কিন্তু ফেলে দেওয়া বাসি ফুল থেকেও গাঁদা গাছের চারা তৈরি করতে পারেন।
পুজোয় ব্যবহৃত ফুল ফেলে না দিয়ে একটি ঝুড়িতে সেগুলি সংগ্রহ করে রাখুন। খেয়াল রাখবেন যেন খুব শুঁকনো না হয়।
এবার দুই-তিন দিন ওই ভাবে রেখে দিন। ফুল ভাল ভাবে শুঁকিয়ে গেলে পাপড়ি থেকে বীজ আলাদা হবে সহজে।
হাত দিয়ে পাপড়ি, বৃন্ত আলাদা করে নিতে হবে। এই কাজটি করার সময় দেখা যাবে কালো রঙের পাতলা অনেকটা শুকনো পাপড়ির মতোই দেখতে বীজ রয়েছে ফুলের মধ্যে।
এরপর কোকোপিট, সামান্য নিমখোল, শুঁকনো গোবর গুঁড়ো দিয়ে চারাগাছের উপযুক্ত ঝুরঝুরে মাটি প্রস্তুত করে সেই বীজ ছড়িয়ে দিন।
বীজ ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আরোও একটু হালকা করে মাটি দিয়ে দিতে হবে। এমন ভাবে মাটি ছড়িয়ে দিতে হবে। যাতে উপর থেকে খালি চোখে বীজগুলি দেখা না যায়।
তারপর উপর থেকে হালকা জল স্প্রে করে দিতে হবে। চাইলে উপর থেকে পাতলা, সুতির কাপড় চাপা দিয়ে রাখতে পারেন। মাঝে মাঝে জল স্প্রে করবেন।
আবহাওয়া অনুকূল থাকলে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই বীজ থেকে চারাগাছ বেরিয়ে আসবে। একটু বড় হলে চাইলে সেগুলি অন্য পাত্রে স্থানান্তরিত করতে পারবেন।