ক্ষুব্ধ লিওনেল মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর ক্ষোভ উগড়ে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
ভেনেজুয়েলার একটি মাঠে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু সেই মাঠের অবস্থা মোটেই ভাল নয়। সবুজ গালিচায় নজর কাড়ছে জমা জল এবং কাদার স্তর। সাধারণত কলকাতা লিগের ম্যাচগুলিতে এই দৃশ্য দেখা যায়। তা বলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এমন কাণ্ড ঘটবে তা ভাবতে পারেননি মেসিরা। সেই কারণে মাঠ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন লিও। ম্যাচের পর তিনি বলেছেন, “জঘন্য মাঠ। পর পর দুটো পাস খেলা যাচ্ছে না। মাঠে এত জল যে বল আটকে যাচ্ছে। এরকম অবস্থায় খেলা কঠিন। মাঠ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। এমন একটা মাঠ দরকার ছিল যেখানে খেলা সম্ভব, খেলার মতো আবহাওয়া রয়েছে এবং বল গড়াচ্ছে। এটা কী খুব বড় চাওয়া?” সাধারণত শান্ত স্বভাবের মানুষ মেসি। তাই তাঁর মতো খেলোয়াড়ের এমন ভাবে ক্ষোভপ্রকাশের ঘটনা সাড়া ফেলে দিয়েছে ম্যাচ আয়োজকদের মধ্যে। উল্লেখ্য, ভেনেজুয়েলার বিরুদ্ধে ১৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ওতা মেন্ডি(১-০)। ৬৫ মিনিটে সেই গোল পরিশোধ করে ম্যাচটির ফলাফল ১-১ করে দেন সলোমন রনডন।