অবিশ্বাস্য ছন্দে ইংল্যান্ড। ওয়াঘা বর্ডারের ওপারে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংরেজ ব্রিগেড। প্রথম টেস্টেই শান মাহসুদের দলকে কোণঠাসা করে দিল ইংল্যান্ড। যার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন হ্যারি ব্রুক এবং জো রুট।
প্ৰথমে ব্যাট করতে নেমে শান মাসুদ (১৫১) ও সলমান আগার (১৫১) জোড়া সেঞ্চুরির মাধ্যমে প্রথম ইনিংসে পাকিস্তান ৫৫৬ রান তুলেছিল। জবাবে ইংরেজরা প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান করে ডিক্লেয়ার করল। ১৭টি চার দিয়ে নিজের ২৬২ রানের ইনিংস সাজালেন রুট। অন্যদিকে, ব্রুকের ব্যাট থেকে এল ৩১৭ রান। তিনি হাঁকিয়েছেন ২৯টি চার ও ৩টি ছক্কা। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দ্রুততম ত্রিশতরান করলেন ব্রুক। শীর্ষে রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। তবে ব্রুক-রুট জুটি ইংল্যান্ড’কে পাহাড় প্রমাণ রানে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্বরেকর্ডও করেছে। রুট-ব্রুকের ব্য়াটে এদিন বাইশ গজে লেখা হল বিশ্বরেকর্ড। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের আবির্ভাব। তার পর থেকে এই ঘটনা প্রথমবার ঘটল বিশ্বক্রিকেটে। চতুর্থ উইকেটে দুই ব্যাটার মিলে তুললেন ৪৫৪ রান। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার অ্য়াডাম ভোগস ও শন মার্শ জুটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোবার্টে ৪৪৯ রান তুলেছিলেন। শুক্রবার টেস্টের পঞ্চম তথা শেষ দিন। এ দিন দ্রুত পাকিস্তান’কে ধুয়ে মুছে সাফ করে ফেলতে চাইবেন ইংরেজরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here