আরজি করের নির্যাতিতার মৃত্যুর পর ফুঁসছে জনতা। বিচার চাই দাবিতে মুখরিত চারদিক। জনগণের এই ‘ক্ষোভ’কেই বাঁচিয়ে রাখতে চাইছে বিজেপি। তারা চাইছে না পুজোর আবহে মানুষ ভুলে যাক রাত দখলের কথা। তাই পরবর্তী কর্মসূচি সাজানো শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর পরে কোন পথে আন্দোলনকে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে সোমবার রাতেই বৈঠকে বসেছিলেন রাজ্য কমিটির নেতারা। সেখানে ঠিক হয়েছে, দলের আন্দোলন শুধু কলকাতায় আটকে না রেখে ছড়িয়ে দিতে হবে গোটা রাজ্যে।
সোমবার সন্ধ্যায় দলের সল্টলেকের রাজ্য দফতরে বৈঠক ডাকা হয়েছিল। বিজেপির রাজ্য নেতারা ছাড়াও দলের সব মোর্চার প্রধানরাও সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই ঠিক হয়েছে, কলকাতায় কিছু বড় আন্দোলনের উদ্যোগ নেওয়া হলেও এ বার ‘মূল নজর’ দিতে হবে জেলায়। বিভিন্ন জেলায় জেলায় ছোট ছোট সভার পরিকল্পনা করা হয়েছে। রেল স্টেশন, বড় বাস স্ট্যান্ড এবং বাজার এলাকায় হবে পথসভা। সভায় শুধু আরজি করের কথাই নয়, রাজ্য সরকারের সার্বিক দুর্নীতির বিষয় তুলে ধরারও পরিকল্পনা থাকছে বিজেপির।
আরজি কর-কাণ্ডের পর থেকেই শ্যামবাজারে ধর্নায় বসেছে রাজ্য বিজেপি। ওই ধর্না চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তীতে কী কী কর্মসূচি নেওয়া হচ্ছে, তা এখনই জানাতে না চাইলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘পুজো তো হবেই। কিন্তু সাধারণ মানুষ কি এ বার উৎসবের মুডে থাকবেন? মুখ্যমন্ত্রী চাইলেও সেটা মনে হয় হবে না। একটা কথা বলতে চাই— চিকিৎসক বোনকে হারানো বিজেপি আনন্দে থাকার অবস্থায় নেই।’’