হিন্দু ধর্মে প্রতিটি মাসের নিজস্ব তাৎপর্য রয়েছে। সামনেই ভাদ্র মাস, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্রপদ বা ভাদ্র মাস শুরু হয় শ্রাবণের শেষে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মাসে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতারে জন্মগ্রহণ করেন।
ভাদ্রমাসের গুরুত্ব
ভাদ্রপদ মাসের পুজো ও উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় শাস্ত্র অনুসারে, ভাদ্রপদ মাসে পবিত্র নদীতে স্নান করা, গরিবদের দান করা এবং উপবাস করা উচিৎ। এর পাশাপাশি এই মাস জুড়ে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিৎ। এতে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়।
কেন ভাদ্রপদ মাস কৃষ্ণপুজোর জন্য বিশেষ
ভাদ্রপদকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস বলা হয়েছে। তাই শ্রীকৃষ্ণের উপাসনা, উপবাস ও প্রতিকারের জন্য এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই মাসে, শ্রী কৃষ্ণ জন্ম উৎসবের পাশাপাশি রাধা জন্মোৎসব, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো সহ একাধিক উত্সব অনুষ্ঠিত হয়। ভাদ্র মাসে বাড়িতে গোপাল স্থাপন, শঙ্খ স্থাপন এবং শ্রীমদ্ভগবত গীতা পাঠ করা খুবই শুভ। এটি সম্পদ, খ্যাতি এবং গৌরব দেয়। এর পাশাপাশি এই মাসে শ্রী কৃষ্ণ জন্মোৎসবে সন্তান গোপাল মন্ত্র জপ করা এবং হরিবংশ পুরাণ পাঠ বা শ্রবণ করলে সন্তান সুখ পাওয়া যায়।