প্রতি বছর আড়ম্বরের সঙ্গে পালিত হয় কৃষ্ণের এই দিন। এই বছর ২৬ অগস্ট পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির তৃতীয় নক্ষত্রে পালিত হয় এই উৎসব।

এদিন শ্রীকৃষ্ণ বা গোপালের পুজো করে থাকেন ভক্তরা। বলা হয়, এদিন শ্রীকৃষ্ণের পুজো যারা মন দিয়ে করেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হয় ও দেবতার কৃপায় তাঁদের মনস্কামনা পূর্ণ করে থাকেন তিনি। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে কোন রাশির ব্যক্তিরা কী দিয়ে খুশি করলে তাঁদের মনের ইচ্ছা পূরণ হবে, জেনে নিন।

মেষ রাশি

মেষ রাশির শাসক গ্রহ হল মঙ্গল। মঙ্গলের সঙ্গে হনুমানজির বিশেষ সম্পর্ক রয়েছে। জন্মাষ্টমীতে কৃষ্ণকে কপালের চন্দনের তিলক পরান ও গোলাপি রঙের পোশাক পরাবেন। এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ, ঝামেলা থেকে বের হতে পারবেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে লাড্ডু গোপালকে দুধ আর মধু দিয়ে স্নান করান। তারপর হলুদ, চন্দন কপালে পরিয়ে দিন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিক তাঁদের মনের মতো জীবনসঙ্গী পেতে জন্মাষ্টমীতে কৃষ্ণকে লাল রঙের জামা পরান ও সেই সঙ্গে তাঁকে একটা নতুন বাঁশি দিন।

কর্কট রাশি

জন্মাষ্টমীতে কর্কট রাশির ব্যক্তিরা কৃষ্ণকে একটি হলুদ রঙের জামা পরান ও একটি শঙ্খে জল ভরে ভগবান কৃষ্ণকে স্নান করাতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকারা জন্মাষ্টমীতে গোপালকে মাখন আর মিষ্টি খাওয়ান। এতে কৃষ্ণের বিশেষ কৃপা আপনার ওপর থাকবে। জীবনে সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন।

কন্যা রাশি

জন্মাষ্টমীতে কন্যা রাশির ব্যক্তিরা গঙ্গাজল দিয়ে স্নান করেন গোপালকে ও সবুজ পোশাক পরান। তারপরে তাকে দই আর চিড়ে অবশ্যই খেতে দিন। এতে তিনি খুব খুশি হবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকার জন্মাষ্টমীতে কৃষ্ণকে স্নান করিয়ে হলুদ চন্দন কপালে লাগিয়ে, লাল কাপড় পরান। তারপর তাঁকে অবশ্যই খির খেতে দেবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জন্মাষ্টমীতে আচার অনুষ্ঠান মেনে কৃষ্ণের পূজা করবেন। অবশ্যই তাঁদের নারকেলের বরফি বানিয়ে খেতে দেবেন। এতে তিনি কিন্তু খুব খুশি হবেন।

ধনু রাশি

জন্মাষ্টমীতে ধনু রাশির জাতক জাতিকারা কৃষ্ণকে দুধ আর দই দিয়ে স্নান করিয়ে লাল রঙের পোশাক পরাবেন।

মকর রাশি

জন্মাষ্টমীতে মকর রাশির ব্যক্তিরা গোপালকে কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন। তারপরে দেবতাকে অবশ্যই একটি সাদা রঙের মালা পরাবেন। এতে কৃষ্ণের কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।

কুম্ভ রাশি

এই বিশেষ দিনে কুম্ভ রাশির ব্যক্তিরা গোপালকে দুধ, গঙ্গাজল, মধু দিয়ে স্নান করিয়ে বেসনের লাড্ডু খেতে দেবেন।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই জন্মাষ্টমীতে করবেন, পারলে বাদামের বরফি খেতে দেবেন। এতে গোপালও কিন্তু খুব খুশি হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here