আজ ১৯ অগস্ট রাখী পূর্ণিমা। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী বাঁধে আর ভাইরা বোনেদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন রাখী বন্ধনের উৎসব পালন করা হয়। তবে বিশ্বাস করা হয়, রাখী বন্ধনের দিন সুখ-সমৃদ্ধি প্রাপ্তির জন্য বিশেষ বলে মনে করা হয়। এইদিন করা উপায় ধনলাভের জন্য বিশেষ বলে মনে করা হয়। তাই এমন কিছু কাজ রয়েছে যা এই দিন করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তবে আগামীকাল সকাল অবধি থাকছে রাখী পূর্ণিমার পুন্য তিথি। তাই আগামীকালও করতে পারেন এই উপায়গুলি। দেখে নিন কি কি সেই কাজ-
যদি আর্থিক সমস্যায় ভোগেন এবং মুক্তি চান, তবে রাখীর দিন মাটির লাল রঙের ঘড়ায় একটি নারকেল রেখে ঘড়াটি লাল কাপড় দিয়ে ঢেকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। কিছু সময়ের মধ্যে ধনের প্রবাহ বাড়তে থাকবে।
রাখীর দিন মা লক্ষ্মীর পুজো করুন আর লক্ষ্মীদেবীকে পাঁচ ধরনের মেওয়া দেওয়া ক্ষীরের ভোগ দিন। এরপর এই প্রসাদ শিশু, বিশেষ করে কন্যাদের মধ্যে বিতরণ করে দিন। চাকরি-ব্যবসায় উন্নতি পাওয়া যাবে। আর্থিক সমৃদ্ধিও আসবে।
যদি কাজ বারবার বাধাপ্রাপ্ত হয় বা আটকে থাকে, তা সম্পূর্ণ করতে রাখীর দিন ভগবান গণেশের পুজো করুন। এর জন্য গণেশজির মূর্তি বা ছবির সামনে লবঙ্গ ও সুপারি রেখে পুজো দিন। এরপর যখনই কোনও বিশেষ কাজের জন্য যাবেন তখন নিজের কাছে এই লবঙ্গ ও সুপারি রেখে দেবেন। কাজে আপনি অবশ্য সফল হবেন।
রাখীর দিন কর্পূর জ্বালিয়ে তা দিয়ে কাজল তৈরি করুন, এরপর একটি কাগজে কাজল দিয়ে সেই ব্যক্তির নাম লিখুন, যার কাছে আপনার টাকা আটকে রয়েছে। এরপর এই কাগজটিকে কোনও পাথর দিয়ে চাপা দিয়ে দিন। শীঘ্রই আপনার আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন।