এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা, তবে খুব কিছু মিরাকেল না হলে আমেরিকা চার বছরের জন্য ভাবি প্রেসিডেন্ট হিসাবে পেতে চলেছে ডোনাল্ড ট্রাম্পকে। আর তাতে বেজায় খুশি বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রাম্পকে ‘টোটাল কিলার’ আখ্যা দিয়েছেন মাণ্ডির বিজেপি সাংসদ। সেই সঙ্গে খুঁজে বের করেছেন কমলা হ্যারিসের হারের কারণও।
এই প্রসঙ্গে ফিরতে হয় একটু পুরনো অধ্যায়ে। চলতি বছরের জুলাই মাসে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন ট্রাম্প। সেইসময় অতর্কিত হামলা চালায় বন্দুকবাজ। বুলেট ট্রাম্পের কানের উপরের অংশ ছুঁয়ে বেরিয়ে যায়, রক্ত বেরোতে থাকে। সেই সময়ের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘আমি যদি আমেরিকান হতাম তাহলে এই গুলিবিদ্ধ মানুষটাকেই ভোট দিতাম, যিনি উঠে দাঁড়িয়ে নিজের ভাষণ সম্পূর্ণ করেছিলেন। টোটাল কিলার।’
এরপরের ছবিতেই তিনি জানিয়েছেন কমলা হ্যারিসের হারের কারণ। ডেমোক্র্যাট প্রার্থীর ভোট কমার জন্য তিনি জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরো, বিয়ন্সে, বিলি আইলিশ, টেলর সুইফটের মতো তারকাদের দায়ি করেছেন। তাঁদের ছবি কমলার সঙ্গে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “জানেন কমলার রেটিং এত তাড়াতাড়ি কেন কমে গেল? যখন এই জোকাররা তাঁকে সমর্থন করল তখন মানুষ ভাবল তিনি এই সমস্ত মানুষদের সঙ্গে থাকেন, তাই অত্যন্ত তুচ্ছ, চটকপ্রিয় এবং একেবারেই বিশ্বাসযোগ্য নয়।”