আরও একবার আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। চার বছর আগে পরাজিত হয়ে নত মুখে হোয়াইট হাউজ ছেড়েছিলেন তিনি। চার বছর পর আবার তিনি পা রাখতে চলেছেন এই বাড়িতে।
ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস- হোয়াইট হাউজের দখন থাকবে কার দিকে তা নিয়ে যুযুধান ছিল দুপক্ষয়। অবশেষে মাঠে নেমে গোল দিলেন ট্রাম্প নিজেই। ম্যাজিক ফিগার ছো৬য়ার পরেই আমেরিকা জুড়ে শুরু হয়ে যায় উল্লাস। এদিকে নির্বাচনের ফলাফল সংক্রান্ত প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পরই বুধবার রাতের ভাষণ বাতিল করে দিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
ট্রাম্প এবং কমলা— নির্বাচনে দু’জনেরই ‘পাখির চোখ’ ছিল পেনসিলভেনিয়া। বার বার সেখানে প্রচারে ছুটে গিয়েছেন তাঁরা। ‘সুইং স্টেট’ নামে পরিচিত সেই পেনসিলভেনিয়াতেও জয় ছিনিয়ে নিয়েছেন ট্রাম্প। জয়ের পথ প্রশস্ত হতেই ট্রাম্পকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে তাঁর কিছু পুরনো ছবি পোস্ট করে মোদি লেখেন, ‘‘চলুন একসঙ্গে কাজ করি!’’ ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানালেন তিনি। সেই সঙ্গে বিশ্ব শান্তি, স্থিতি বজায়ে মিলিত ভাবে কাজ করার কথাও বললেন ভারতের প্রধানমন্ত্রী।
‘বিজয়ী ভাষণে’ ট্রাম্প এদিন ‘আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব’ বলেন। ভোটপ্রচারে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এদিনও মঞ্চ থেকেও তিনি বলেন, “আমরা সীমান্ত বন্ধ করব। অনুপ্রবেশ বন্ধ করা হবে।”
প্রসঙ্গত, পাঁচ প্রদেশের ভোটগণনা বাকি থাকতেই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছেন তিনি। উইসকনসিন প্রদেশের ফলপ্রকাশের পরই ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যায়।