কাঞ্চনজঙ্ঘাকে ভালবেসে বারবার মানুষ ছুটে যান তার কাছে। বিভিন্নভাবে বিভিন্ন রূপে ‘স্লিপিং বুদ্ধা’কে উপভোগ করতে পাহাড়প্রেমী মানুষ আসবেই আসবেনই। তাই প্রায় বছরভর পর্যটকদের ভিড় থাকে উত্তরবরঙ্গে। দার্জিলিংয়ের কেভেন্টার থেকে কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার যে সৌভাগ্য তা তো সবার হয় না। তবে তারপরেও মনে প্রশ্ন থাকে কোথায় গেলে দু’চোখ ভরে এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে?
দার্জিলিং থেকে তো অবশ্যই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। তাই বাঙালি দীপুদা’র দা’তে প্রায়ই চলে আসেন। এছাড়া আরও একটি স্থান রয়েছে যেখানে দাঁড়ালেই মনে হয় দুহাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে ‘ঘুমন্ত বুদ্ধ’কে। এই জায়গাটি হল দার্জিলিং এর সান্দাকফু। সাদা বরফের চাদরে মোরা, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক বছর এই জায়গায় প্রচুর মানুষ ছুটে আসে।
এরপরেই রয়েছে দার্জিলিং এর টাইগার হিল যেখানে বরাবরই পর্যটকেরা সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে যায়। পাশাপাশি এই টাইগার হিলের দাঁড়িয়েই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য সূর্যের আলোয় সোনার চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকেরা দারুণ পছন্দ করেন।