১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। শনিবার পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত হারল ১১৩ রানে। এর আগে প্রথম টেস্টে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল তারা। শনিবারের পর একটি ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৯ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৫৬ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড তোলে ২৫৫ রান। ভারতের লক্ষ্য ছিল ৩৫৯ রান। কিন্তু ২৪৫ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ১১৩ রানে হারল তারা।
পুণেয় ভারতের হারের ম্যাচে সমালোচিত বিরাট কোহলিও। স্পিনারদের বিরুদ্ধে বিরাট সেভাবে খেলতে পারছেন না। এশিয়ায় গত তিন বছরে কোহলি স্পিনারদের বিরুদ্ধে এই ম্যাচের আগে মাত্র ৬০৬ রান করেছেন। গড় মাত্র ২৮.৮৫।
প্রথম ইনিংসে ফুলটস বলে আউট হন তিনি। আর তার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। কটাক্ষ করে সঞ্জয় মঞ্জরেকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বিরাট নিজেই বুঝতে পারবে যে, ক্রিকেটজীবনের সবচেয়ে খারাপ শট খেলে আউট হয়েছে। ওর জন্য খারাপ লাগতে বাধ্য। কারণ সব সময়েই মাঠে কিছু করার খিদে নিয়ে মাঠে নামে ও।”
ছেড়ে কথা বলেননি অনিল কুম্বলেও। ভারতের প্রাক্তন কোচ ও আন্তর্জাতিক দলের ক্রিকেটার বলেছেন “কোনও ম্যাচের একটা-দুটো ইনিংস হলেও ও সাফল্য পেত। অনুশীলনের থেকে অনেক বেশি কার্যকরী কোনও ম্যাচ খেলা। বাকিদের থেকে এগিয়ে থাকা যায়। কোহলি যদি মনে করে ঘরোয়া ক্রিকেটে ওর খেলা উচিত এবং দল যদি অনুমতি দেয় তা হলে নিশ্চয়ই খেলতে পারে। তবে আমার মনে হয় না স্পিনের বিরুদ্ধে ওর ব্যর্থতার এটাই একমাত্র কারণ।”