দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলের নাম প্রকাশ্যে এল। ভারত অধিনায়ক রোহিত শর্মা’র পত্নী রীতিকা সাজ সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানের নাম প্রকাশ করেছেন।
রোহিত-রীতিকা ছেলের নাম কী, তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। ডিসেম্বরের প্রথম দিনই সেই কৌতুহলের অবসান ঘটালেন রোহিত পত্নী। ভারতের টেস্ট এবং ওডিআই দলের অধিনায়কের ছেলের নাম রাখা হয়েছে ‘অহান’। বড় দিন উপলক্ষ্যে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন রীতিকা। তাতে চারটি পুতুলের ছবি দিয়েছেন তিনি। একটি পুতুলের টুপিতে নিজের, একটিতে রোহিতের, একটিতে মেয়ে সামাইরার নাম লিখেছেন। আর একটি ছোট পুতুলের টুপিতে লিখেছেন ‘অহান’। পরিবারের চার জনের ছবি দিয়েছেন তিনি। ‘অহান’ নামের অর্থ ভোর বা সূর্যদয়। ছেলের জন্মের ১৫ দিন পর তার নাম প্রকাশ্যে আনলেন রোহিত-রীতিকা। বর্ডার গাভাস্কর ট্রফি খেলার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। ছেলের জন্মের পর পার্থে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করেন জশপ্রীত বুমরাহ। তবে সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যাবে হিটম্যান’কে।