সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এটি পৌষ অমাবস্যা নামেও পরিচিত। এইবার পৌষ অমাবস্যা পড়েছে সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪। আর এই অমাবস্যার দিন ভগবান শিবের পুজো করা হয়।
তাছাড়া এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দান করা হয়। এতে জীবনে সফলতা লেগে থাকে সকলের। এমনকি আর্থিক দিকেও লাভ হয়। জীবনে সুখী হতে এদিন শিব ঠাকুরকে কী কী জিনিস নিবেদন করবেন।
স্নান ও ধ্যান করুন
মহাদেবকে খুশি করতে চাইলে এই বিশেষ দিনে স্নান ও ধ্যান করার করুন। তারপর জলে কালো তিল মিশিয়ে পূর্বপুরুষদের সেই জল অর্পণ করুন। এতে পূর্বপুরুষরাও খুশি হবেন। আপনার আর্থিক দিকে লাভ হবে। জীবনে আসবে সফলতাও।
ভোলেবাবাকে এগুলি নিবেদন করুন
আপনি যদি পিতৃদোষ থেকে মুক্তি পেতে চান এবং তাহলে এই পৌষ অমাবস্যায় স্নান করার পর জলে কালো তিল, সাদা ফুল মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করুন। এতে আপনার পূর্বপুরুষেরা আত্মার শান্তি পাবেন।
গঙ্গা জল নিবেদন করুন
পূর্বপুরুষদের জন্য এই সোমবতী অমাবস্যার দিন আপনি স্নান সেরে গঙ্গাজল দিয়ে ভগবান শিবকে পুজো করুন, তারপর গায়ত্রী মন্ত্র জপ করুন। এতে ভোলেবাবা খুশি হবেন। তাঁর কৃপায় আপনার জীবনে সফলতা লেগে থাকবে।
তিল ও যব জলে ভাসিয়ে দিন
আপনি যদি আপনার পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা চান তাহলে এই অমাবস্যার দিন স্নান করে আপনি পূর্বপুরুষদের জল নিবেদন করুন। তারপর তিল ওও যব জলে ভাসিয়ে দিন। তারপর অভাবী দারিদ্র ব্যক্তিদের দান করুন। যদি পারেন অন্ন, জল, বস্ত্র দান করুন। এতে আপনার জীবনে সফলতা আসবে।
সাদা ফুল
আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে জলে সাদা ফুল মিশিয়ে সেই জল তাদের নিবেদন করুন। এতে দেখবেন পূর্ব পুরুষেরা খুশি হবেন। আপনার আর্থিক দিকেও লাভ হবে। তাদের কৃপায় আপনার জীবনেও সফলতা আসবে। মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।