শীতে রুম হিটারের চাহিদা অনেক বেড়ে যায়। তাই প্রায় সকলেই কিন্তু রুম হিটার চুটিয়ে ব্যবহার করছেন। শীতকালে বেশি পরিমাণে রুম হিটার ব্যবহার করা একদমই উচিৎ নয়।
এটি স্বাস্থ্যের জন্য খুব খারাপ। যা শরীরের উপর খুব খারাপ প্রভাব ফেলে। ত্বক থেকে চোখের বারোটা বেজে যায়। শীতকালে রুম হিটার আপনার শরীরের জন্য কতটা খারাপ প্রভাব ফেলছে, তা জেনে নিন।
ত্বকের সমস্যা
চর্ম বিশেষজ্ঞদের মতে, নিত্যদিন রুম হিটার ব্যবহার করলে শরীরে অনেক বড় ক্ষতি হয়, নাক বন্ধ হয়ে যায়, চামড়ার জন্য আরও বেশি ক্ষতিকর। সেই সঙ্গে ত্বকেরও নানা সমস্যা হয়।
অক্সিজেনের মাত্রা কমে যায়
রুম হিটার ব্যবহার করলে অক্সিজেনের মাত্রা ঘরে কমে যায়। যে কারণে একজন ব্যক্তির শ্বাস নিতে অসুবিধা হয়। পাশাপাশি আগুন লাগার আশঙ্কা বেড়ে যায়। যারা হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী তাদের কিন্তু রুম হিটার ব্যবহার করা এড়িয়ে চলাই উচিৎ। এতে আপনার চোখে কিন্তু নানান সমস্যা হবে।
রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে
বিশেষজ্ঞরা বলছেন, রুম হিটার মস্তিষ্কের জন্য অত্যন্ত খারাপ। কারণ এটি কার্বন মনোক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয়। যে কারণে মস্তিষ্কে রক্তের অভাব হয়। রক্তক্ষরণ ঝুঁকি বাড়ে। তাই শীতকালে একদমই বেশি রুম হিটার ব্যবহার করবেন না।
আগুন ধরে যেতে পারে
যদি আপনি রুম হিটার সঠিকভাবে ব্যবহার করবেন না পারেন, তাহলে মারাত্মক বিপদ। বেশি গরম হয়ে গেলে আগুন ধরে যেতে পারে। পুড়ে যাওয়ার ভয় থাকে।
চুলকানি হতে পারে
সারাক্ষণ রুম হিটার জ্বালিয়ে রাখলে ঘরের মধ্যে ধূলিকণা ভেসে ওঠে। যে কারণে অ্যালার্জি হতে পারে। ত্বকে চুলকানি শুরু হতে পারে, ত্বক লাল হয়ে যেতে পারে। আবার অনেকের চোখেও চুলকাতে শুরু করে।
বন্ধ করুন
রুম হিটার চালিয়ে কখনওই ভুল করে ঘর থেকে বেরিয়ে যাবেন না। রুম হিটার বন্ধ করে প্লাগ খুলে তারপরেই বেরোবেন। না হলে ঘরে বাতাস চলাচল সঠিকভাবে করছে কিনা তা দেখুন। না হলে আপনার ঘরে কার্বন ডাইঅক্সাইড ভরে যেতে পারে।
পরিষ্কার রাখবেন
সঠিক সময়ে ব্যাটারি পাল্টাবেন। রুম হিটার পরিষ্কার রাখবেন। না হলে আপনার শরীর খারাপ হতে পারে। এতে অনেক সময় আগুন লেগে যেতে পারে। তাই সঠিকভাবে রুম হিটার ব্যবহার করার চেষ্টা করুন।