অনেক সময় বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে যায় যা রীতিমতো অপ্রত্যাশিত। এমন হলে কীভাবে প্রতিকার করবেন তা জেনে নিন।
১) হঠাৎ করে যদি দেখেন ক্রমাগত কোনো না কোনো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে কোনও সমস্যা তৈরি হয়েছে। এমন হলে বাড়ির মাঝখানে কোনওরকম ভারী ধাতুর জিনিস রাখবেন না।
২) মুখে রক্ত তুলে পরিশ্রম করেও আর্থিক সঞ্চয় করতে পারছেন না। এর জন্য দায়ী হতে পারে বাস্তুদোষ। বাস্তুবিদরা এই সমস্যা থেকে বাঁচার জন্য কয়েকটা টিপস বলে দিয়েছেন। মেনে চলুন এই কয়েকটা টিপস। যখন এইরকম হবে, তখন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে বাস্তু ত্রুটি রয়েছে, এমনটাই বলছেন বাস্তুবিদরা। এই পরিস্থিতিতে আপনাকে যে কাজটি করতে হবে তা হল প্রধান দরজা জানালার দিক একটু পরিবর্তন করুন, তাহলেই দেখবেন জীবনটা পাল্টে গেছে।
৩) পরিবারের সদস্যরা যদি প্রায়ই অসুস্থ হয়, বা হঠাৎ করেই দেখতে পান যে সকলে মিলে একই ভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে বুঝবেন আপনার বাড়ির সদস্যদের উপর কোনভাবে এই নেতিবাচক প্রভাব পড়েছে। বাড়ির দক্ষিণ-পূর্ব দিক খালি রাখুন। এখানে কোনো ভারী জিনিস রাখবেন না।