উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। সব ঠিকঠাকই চলচিল, তার মধ্যেই রবিবার আগুন লাগে কুম্ভে ।এমনিতে দেশ-বিদেশের লাখো লাখো পূন্যার্থী এসেছেন কুম্ভমেলায়। নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে জোরদার। রয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্মীরাও। এর মধ্যে আগুন কাগর ঘটনার রবিবার যেন ঘটল ছন্দপতন। যদিও প্রশাসনের তৎপরতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে জানিয়েছে পুলিশও।
কী ভাবে আগুন লাগল, এটাই বড় প্রশ্ন। প্রয়াগরাজের ডিএম রবীন্দ্র কুমার সংবাদ সংস্থা ANI-কে জানান, বিকেল সাড়ে চারটে নাগাদ সেক্টর ১৯-এ গীতা প্রেস সংলগ্ন তাঁবুতে আগুন লাগে। উত্তর প্রদেশের মন্ত্রী অরবিন্দ কুমার শর্মা বলেন, ‘মা গঙ্গা, ত্রিবেণী ও ভগবান হনুমানজির কৃপা ছিল। এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা ঘটনাস্থলে তৎপর ছিল।’ পুলিশের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার ফেটে আগুন ধরেছে। ১৮টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় পুলিশ।
প্রয়াগরাজে ১৩ জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি।